পিতৃবিয়োগ
আজ খুলে গেলো মুখ্য নৌকা, পূর্ণিমায় জোয়ারে;
নদীটির আঁচলে জোছনার বীজ, তা ফসল করিয়ে আনে।
পালখানি তার চলে গেছে ছিঁড়ে, দূরে হাওয়ার উৎসদেশে,
সেইখানে তার শতচ্ছিন্ন মন, মনে নদীবিদ্যা ভাসে।
এত বড় চাঁদ, এতগুলি ঘাট, এত এত সব পাখি
ফেলে চলে যায় প্রধান নৌকা পূর্ণিমায় একাকী।
একদিন সকলকেই এই বেদনার ভেতর দিয়ে যেতে হয় | অশোক দেব
Source: http://www.somewhereinblog.net/blog/asokedebtripura/