মানুষেরা বলে,
অতঃপর আমরা যার যার পথে হেঁটে গেছি অথবা যাব
আমাদের মাঝখানে দাঁড়িয়েছে অথবা দাঁড়াবে সময় এবং নোনাপানি
আমাদের মাঝখানে ক্রমাগত না দেখার দিন
অতঃপর আমাদের সম্বল হয় কেবলই স্মৃতি
আমাদের থাকে শুধু সোনালি রোদন।
[শহীদুল জহিরের ডুমুর খেকো মানুষ ও অন্যান্য গল্প নামের বইটির উৎসর্গপত্র থেকে]