‘জনযুদ্ধের গণযোদ্ধা’, বইটার নাম আগে অনেকবারই শুনেছিলাম। পড়া হয়ে উঠেনি। নিউমার্কেটে নাকের সামনে দেখে কিনলাম। বইটার নাম শুনে কেন জানি মনে হয়েছিল মোটাসোটা বই হবে। মাত্র ৯৩ পৃষ্ঠার বই। মোটামোটি এক নি:শ্বাসে শেষ করলাম। বইটা পড়ে আমি মুগ্ধ, অভিভুত, গর্বিত আমাদের পুর্বপুরুষদের জন্য, সেই সাথে লজ্জিত তাদের প্রাপ্যসম্মান না দেয়ার জন্য। এইচবিওতে ‘ব্যান্ড অব ব্রাদার’… Continue reading পড়লাম ‘জনযুদ্ধের গণযোদ্ধা’ – মুগ্ধ, অভিভুত, গর্বিত আমাদের পুর্বপুরুষদের জন্য